বিশ্বের ৩০তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা



মার্কিন সাময়িকী ফোর্বসের করা বিশ্বের ক্ষমতাধর শত নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩০তম অবস্থানে উল্লেখ করা হয়েছে।
গত বছর প্রকাশিত তালিকায় ৩৬তম অবস্থানে ছিলেন তিনি।

বুধবার প্রকাশিত হয় এ বছরের নতুন তালিকা, যেখানে নানা খাতে অবদান রাখা নারীদের মধ্যে রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাধর ২১ নারীও রয়েছেন।
এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'লেডি অব ঢাকা' আখ্যায়িত করেছে ফোর্বস। সাময়িকীটি বলছে, শেখ হাসিনা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সব ধরনের মানবিক সহায়তার অঙ্গীকার করেছেন যা মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির অবস্থানের বিপরীত।

গত বছর তালিকায় ২৬ নম্বর অবস্থানে থাকা সু চি এবার ৩৩ তম।
তালিকার শীর্ষ পাঁচ নারী হলেন, যথাক্রমে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার মেলিন্ডা গেটস, ফেসবুকের সিওও শেরিল স্যান্ডবার্গ এবং জেনারেল মোটরসের সিইও মেরি ব্যারা।

0 Response to "বিশ্বের ৩০তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel