উদ্বোধনী ম্যাচে ঢাকাকে হারালো সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে্র উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে নয় উইকেটে হারিয়েছে সিলেট সিক্সার্স।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে ১৩৬ রান তোলে ঢাকা। জবাবে তিন ওভার হাতে রেখেই এক উইকেটের বিনিময়ে লক্ষ্যে পৌছে যায় স্বাগতিক দলটি।
হোমগ্রাউন্ডের সুবিধাটা সিলেট সিক্সার্স কতটা ভালোভাবে আদায় করতে পারবে সেটা নিয়ে ছিল শঙ্কা। তবে ভাগ্য শুরু থেকেই ছিল হোস্টদের পক্ষে।
ব্যাটিংয়ের আমন্ত্রণটা খুব একটা সুখকর হয়নি টুর্নামেন্ট ফেভারিটদের। গত বিপিএলের ড্যাশিং ওপেনার মেহেদি মারুফ ফিরেছেন শূন্য রানে। ২৬ রানে অপরাজিত থাকা আরেক ওপেনার এভিন লুইসের জন্য দুঃস্বপ্ন হয়ে এসেছেন নাসির হোসেন।
২৮ বলে দলের নাম্বার থ্রি কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে আসে ৩২ রান। সাঙ্গাকে তুলে নিয়েছেন লিয়াম প্লাঙ্কেট। ক্যাপ্টেন সাকিবের ব্যাট থেকে ২৩ আর ডেলপোর্ট ২০ রান করলেও দলীয় স্কোর তাতে খুব একটা সমৃদ্ধ হয়নি। সিলেটের হয়ে নাসির হোসেন, আবুল হাসান ও প্লাঙ্কেট নিয়েছেন দুটি করে উইকেট।
১৩৭ রানের সহজ লক্ষ্যের সামনে সিলেটের দুই ওপেনার উপুল থারাঙ্গা আর আন্দ্রে ফ্লেচার ছিলেন বেশ আত্মবিশ্বাসী। আদিল রশিদের বলে সাজঘরে ফেরার আগে ফ্লেচার পাঁচ চার, তিন ছয়ে করেন ৬৩ রান। থারাঙ্গা খেলেন ৪৮ বলে ৬৯ রানের ইনিংস।
0 Response to "উদ্বোধনী ম্যাচে ঢাকাকে হারালো সিলেট"
Post a Comment