প্যারিসে যাত্রা শুরু করলো বাংলাসিটি


নতুন আঙ্গিকে বাংলাদেশী কমিউনিটিতে সেবার লক্ষে যাত্রা শুরু করেছে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাসিটি।
এখানে দেশীয় পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সব পণ্য সূলভ মূল্যে পাওয়া যাবে।
বাংলাদেশী অভিবাসী অধ্যুষিত এলাকা ক্যাথসীমায় উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় প্রতিষ্টানটির কর্নধার আকরাম হোসেন, আশরাফুল ইসলাম বিল্লাল, ওবায়েদ হোসেন, কামাল মিয়া, সুনাম উদ্দিন খালিক, আশরাফ ইসলাম, হাসান সিরাজ, বেলাল আহমদ উপস্থিত ছিলেন।

0 Response to "প্যারিসে যাত্রা শুরু করলো বাংলাসিটি"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel