খুলনা টাইটানসকে ৬৫ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস।

খুলনা টাইটানসকে ৬৫ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস।
দিনের ২য় ম্যাচে সাকিবের ঢাকার দেয়া ২০৩ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে, খুলনা গুটিয়ে যায় ১৩৭ রানে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট চালান ঢাকার দুই ওপেনার সাঙ্গাকারা ও এভিন লুইস। সাঙ্গা বেশিক্ষণ না টিকলেও, ক্যামেরন ডেলপোর্টকে সঙ্গে নিয়ে বাউন্ডারি উৎসব করেন লুইস। এই জোড়ার সেঞ্চুরি পার্টনারশিপে বড় স্কোরের পথে এগিয়ে যায় ডায়নামাইটস। লুইস ও ডেলপোর্ট দু'জনই বিদায় নিয়েছেন ফিফটি করে, তবে স্কোরবোর্ডে ২০২ রান জমা করে ঢাকা ডায়নামাইটস।
জবাবে, নিয়মিত উইকেট হারিয়ে লড়াই করার ক্ষমতাও দেখাতে পারেনি খুলনা টাইটান্স। শেষ পর্যন্ত রিয়াদের দল অল আউট হয় ১৩৭ রানে।
0 Response to "খুলনা টাইটানসকে ৬৫ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস।"
Post a Comment