থামছে না কিশোর গ্যাংদের সহিংসতা

রাজধানীতে কিশোর গ্যাংগুলোর সহিংসতা কমছে না, পাড়ায় মহল্লায় বড় ভাই-ছোট ভাই দ্বন্দ্বে ঘটছে খুনের মতো ঘটনাও।
কিশোর বয়সে এমন প্রবণতাকে পরিবার থেকে বিচ্ছিন্নতা, সামাজিক অবক্ষয়কেই দায়ী করছেন সমাজ বিজ্ঞানীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জোর দিচ্ছেন পারিবারিক শিক্ষার ওপর।
কে এলাকার বড় ভাই আর কে ছোট সেই দ্বন্দ্বে গত ২৯শে অক্টোবর রাতে চকবাজারের চাঁদনী ঘাট এলাকায় খুন হয় অষ্টম শ্রেণীর ছাত্র হাসান।
কৈশোর পার না করলেও ক্ষমতার মোহ, সমবয়সীদের মধ্যে আধিপত্য বিস্তার, এসবকে কেন্দ্র করে অনেকদিন ধরেই আলীর সঙ্গে হাসানের বিরোধ চলে আসছিলো।
এদিকে গত ৬ই জানুয়ারি উত্তরার ১৩ নম্বর সেক্টরে ডিসকো গ্রুপ ও নাইন স্টার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয় উত্তরা ট্রাস্ট স্কুলের নবম শ্রেণীর ছাত্র আদনান কবির। এ ঘটনায় ছোটন, সেতু, সামিসহ বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও, আবার নতুন করে তাদের কর্মকান্ড শুরু হয়েছে।
ডিসকো বয়েজ গ্রুপ ফেইসবুকে বেশ সক্রিয় হলেও তাদের মূল প্রতিপক্ষ নাইন স্টার কাজ করছে অনেকটা গোপনে। এই দলের প্রধান হিসেবে তালাচাবি রাজুর নাম এলেও এদের পেছনে রয়েছে স্থানীয় প্রভাবশালীরা।
কিশোর গ্যাংয়ের কর্মকান্ড নজরদারিতে রাখার দাবি করেন ডিএমপি'র উপ কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান।
পরিকল্পনাবিহীন নগরায়ন ও আধুনিকায়নের ফলে মানুষের মধ্যে প্রতিনিয়ত বিচ্ছিন্ন হবার যে প্রবণতা, সেটিই এমন সহিংস গ্রুপ তৈরির পেছনে কাজ করছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. সাদেকা হালিম।
অভিভাবকদের সচেতনা আর সামাজিক স্থিরতাই এ ধরণের প্রবণতাকে রুখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
0 Response to "থামছে না কিশোর গ্যাংদের সহিংসতা"
Post a Comment