জয় পেলো রিয়াল মাদ্রিদ

লা লিগায় লাস পালমাসকে ৩-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল।
ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে গোলের জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয় খেলার ৪১ মিনিট পর্যন্ত। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ক্যাসেমিরোর হেডে, বল জালে জড়ালে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে খেলার ৫৬ মিনিটে আসেনসিওর দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ায় রিয়াল। আর খেলার ৭৪তম মিনিটে ব্যবধান ৩-০ করেন ইসকো।
চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক গোল করে চলা ক্রিস্টিয়ানো রোনালদো নিজের ছায়া হয়ে আছেন লা লিগায়। এ পর্যন্ত ৭ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র একটি। পালমাসের বিপক্ষেও নষ্ট করেছেন বেশ কয়েকটি সুযোগ।
এই জয়ে পয়েন্ট টেবিলে তিনে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ২৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ভালেন্সিয়া।
0 Response to "জয় পেলো রিয়াল মাদ্রিদ"
Post a Comment