৬ উইকেটে জয় রংপুর রাইডার্সের

৬ উইকেটে জয় রংপুর রাইডার্সের

বিপিএলে দিনের ২য় ম্যাচে রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা মাশরাফির রংপুর রাইডার্সের।
রাজশাহী কিংসের দেয়া ১৫৫ রানের টার্গেট রংপুর উতরে যায় মাত্র ৪ উইকেটের খরচায়।

টস হেরে ব্যাট শুরু রাজশাহী কিংসের। ইংলিশ লুক রাইট আর দেশী মুমিনুল হকের ওপেনিং। শুরুটা ভালোই হয়নি তেমন। দলীয় ১২ রানে সোহাগ গাজীর বলে কাটা পড়ে ফেরেন কিং মুমিনুল। দলীয় ৬১ পর্যন্ত লুক রাইট ক্রিজে থাকলেও স্কোর গড়ার চেয়ে বেশি তৈরী করেন আস্থা। অপর প্রান্তে রনি তালুকদারের স্কোর তৈরীতে করেন সহযোগিতা।
১১ রানে রাইটের পর সমান স্কোরে প্যাভিলিয়নে ফেরেন টাইগার টেস্ট ক্যাপ্টেন মুশিফিকুর রহিমও।

২৬ রানে অপরাজিত থাকেন কিউই রিক্রট জেমস ফ্রাঙ্কলিন। রাজশাহী ক্যাপ্টেন ড্যারেন স্যামির ব্যাট থেকে যোগ হয় ২৯ রান। রান আউটের আগে মেহেদী মিরাজের ব্যাট থেকে যোগ হয় ১৫ রান। ৮ উইকেটে ১৫৪ রানে শেষ হয় স্যামি বাহিনীর ইনিংস।

১৫৫ রানের টার্গেট মাশরাফির রংপুরের। জনসন চার্লস আর অ্যাডাম লিথের হতাশাজনক শুরু। কোন রান ছাড়াই ফেরেন ইংলিশ অ্যাডাম লিথ; ৯ রানে চার্লস, রংপুরের স্কোর তখন ১৫।

মোহাম্মদ মিথুন আর শাহরিয়ার নাফিজের ব্যাটে জয়ের আশা জাগায় রংপুর। রয়েসয়ে ব্যাট চালাতে গিয়ে বল আর রানের ব্যবধানে চিন্তা বাড়ে রংপুরের সমর্থকদের। ৪৬ রানে মিথুনকে থামান উইলিয়ামস। বোল্ড হয়ে ব্যক্তিগত ৩৫ রানে ফেরেন নাফিজ।

রবি বোপারা ও থিসারা পেরেরার ব্যাটে দুশ্চিন্তা কাটিয়ে ছন্দ তৈরী করে রংপুর রাইডাররা; সে ছন্দ পৌছেঁ যায় জয়ের গন্তব্যে।

0 Response to "৬ উইকেটে জয় রংপুর রাইডার্সের"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel