দই চিকেন


দই চিকেন

দই চিকেন মুরগির একটি মজাদার রেসিপি। এটা পোলাও বা বিরিয়ানির সাথে খেতে খুব ভালো লাগবে।

উপকরন :
  • মুরগিঃ ১টি
  • টক মিষ্টি দইঃ আধা কাপ
  • আদা বাটাঃ ১ টেবিল চামচ
  • রসুন বাটাঃ ২ চা চামচ
  • পেঁয়াজ বাটাঃ ১ কাপ
  • এলাচ ও দারুচিনিঃ ২-৩টি
  • তেজপাতাঃ ২টি
  • ঘিঃ ২ টেঃ চামচ
  • সয়াবিন তেলঃ পরিমাণমতো
  • আস্ত কাঁচামরিচঃ ৭-৮টি
  • লবণঃ স্বাদ অনুযায়ী
  • কিশমিশঃ ১৫-২০টি
  • কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচিঃ ৩ টেবিল চামচ

প্রস্তত প্রণালী:
  • প্রথমে মুরগির টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিন।
  • তারপর এতে কিশমিশ, বাদাম ও কাঁচামরিচ বাদে সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে প্রায় ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
  • একটি বড় পাতিলে তেল ও ঘি একসঙ্গে মিশিয়ে তাতে মুরগির টুকরোগুলো দিয়ে ভালো করে কষাতে থাকুন।
  • মুরগি কষানো হয়ে গেলে তাতে পরিমাণমতো পানি, কিশমিশ, বাদাম ও কাঁচামরিচ দিয়ে অল্প ঢেকে প্রায় ১০-১৫ মিনিট রান্না করে নামিয়ে নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করুন।

0 Response to "দই চিকেন"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel