আমলকির জুস


আমলকির জুস

আমলকির জুস একটি জনপ্রিয় ও স্বাস্থ্যকর জুস। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও মিনারেল যা আমাদের জন্য অনেক উপকারী। এটা কোষ্ঠকাঠিন্য দূর করতে, অ্যাজমা, পাকস্থলির সমস্যা দূর করতে ও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহাহ্য় করে। তবে আমলকি খালি মুখে খেতে অনেক টক লাগে। তাই এই রেসিপি ফলো করে তৈরি করে নিন আমলকির জুস যা খেতে ভালো লাগবে।

উপকরন :
  • আমলকিঃ বড় ৪ টি অথবা মাঝারি ৬-৮ টি
  • চিনিঃ ৪ চা চামচ
  • মধুঃ ৪ চা চামচ
  • লবণঃ ১/৪ চা চামচ
  • সাদা এলাচ গুঁড়াঃ ১/৪ চা চামচ
  • আইস কিউবঃ কয়েকটি
প্রস্তত প্রণালী

  • আমলকিগুলো মিহি করে কুচি করুন ও বিচি ফেলে দিন।
  • সামান্য পানি দিয়ে ভালো করে পেস্ট তৈরি করুন।
  • ছেঁকে নিন।
  • আইসকিউব বাদে বাকি উপাদানগুলো যোগ করে পরিমাণমতো পানি দিয়ে ব্লেন্ড করে নিন।
  • একটি কাঁচের গ্লাসে ঢেলে আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

0 Response to "আমলকির জুস"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel