জার্মানিতে ভোট দিলেন সাত হাজার বাংলাদেশি

জার্মানিতে ভোট দিলেন সাত হাজার বাংলাদেশি

জার্মানির জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় সাত হাজার প্রবাসী বাংলাদেশি।

ভোটকে কেন্দ্র করে তাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

এবারের নির্বাচনে অংশ নেয়া ৬ কোটি ১৫ লাখ ভোটারের মধ্যে প্রায় সাত হাজার বাংলাদেশি। জার্মানির গ্রিন পার্টির থেকে সংসদ সদস্য হিসাবে এই প্রথম নির্বাচনে অংশ নিয়েছেন বাংলাদেশি শাহাবুদ্দিন মিয়া। তিনি জানিয়েছেন, সংসদে যেতে পারলে বাংলাদেশিদের জন্য কাজ করবেন তিনি।

শাহাবুদ্দিন মিয়া বলেন, "আশা করি আমি জিততে পারবো। আর জিতলে এদেশে বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় কাজ করবো।"

এদিকে নির্বাচনকে ঘিরে সেখানে বসবাসরত প্রবাসীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের মতে, অভিবাসী ও শরণার্থীদের নিজ দেশে আশ্রয় দেয়াই এবারের নির্বাচনে অ্যাঙ্গেলা মের্কেলকে সমর্থন দেয়ার সবচেয়ে বড় কারণ।

0 Response to "জার্মানিতে ভোট দিলেন সাত হাজার বাংলাদেশি"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel