গাড়ীবহরে হামলাকারীদের পরিচয় শনাক্ত

ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ী বহর ও সাংবাদিকদের উপর হামলাকারীদের পরিচয় পাওয়া গেছে।
স্থানীয় রাজনৈতিক কর্মী ও ফেইসবুকের মাধ্যেমে তাদের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা ছাত্রলীগ কর্মী বলে জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক কর্মীরা। তবে পুলিশ এখনো সনাক্ত করতে পারেনি।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক থেকেও নিশ্চিত হওয়া গেছে, হামলাকারিদের একজন শর্শদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গণি রিয়েল।
একই ইউনিয়নের চেয়ারম্যান জানে আলমের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে।
অবশ্য স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তা অস্বীকার করা হচ্ছে।
শনিবার মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন খালেদা জিয়া। ফেনী জেলার ফতেহপুর এলাকায় হঠাৎ করেই খালেদা জিয়ার গাড়ী বহরের পেছনের দিকে হঠাৎ হামলা চালায় ৩০/৪০ জন যুবক।
এসময় বেসরকারি টেলিভিশন ডিবিসি, একাত্তর, চ্যানেল আই, বৈশাখী, প্রথম আলোসহ বেশ কয়েকটি গণমাধ্যমের গাড়ী ভাঙচুর করা হয়। এতে কয়েকজন সাংবাদিক আহত হন।
0 Response to "গাড়ীবহরে হামলাকারীদের পরিচয় শনাক্ত"
Post a Comment