গাড়িবহরে হামলা আওয়ামী লীগ এখন সন্ত্রাসীদের আখড়া : খালেদা জিয়া


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ কোনো আধুনিক রাজনৈতিক দল নয়। এটি এখন সন্ত্রাসীদের আখড়া। এরা সব সময় রক্ততৃষ্ণায় কাতর থাকে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশকে হত্যা, দখল, হাঙ্গামা, রক্তারক্তি ও খুনোখুনিতে ভরিয়ে দিতে চাচ্ছে। এই দলটির পরতে পরতে জড়িয়ে আছে মানবাত্মার অবমাননার বিভিন্ন দিক। জনগণের হাড়গোড় চিবিয়ে এরা ভয়ঙ্কর নরপিশাচে পরিণত হয়েছে। আর দেশব্যাপী এই পিশাচদের দোর্দন্ড পদচারণার প্রধানকেন্দ্র্র হিসেবে গড়ে তোলা হয়েছে ফেনী জেলাকে। ফেনি শহর এখন বিবেকবর্জিত সন্ত্রাসীদের অভয়ারণ্য।
মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এসব কথা বলেন বেগম জিয়া। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও সেখানে ত্রাণ বিতরণে যাওয়া ও আসার পথে ফেনিতে গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন বিএনপি প্রধান।

তিনি একইসঙ্গে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আওয়ামী লীগের সমালোচনা করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ে সহায়তা দিতে বাধা দানের উদ্দেশ্যে তারা আমার গাড়ি বহরে চৈতন্যহীন বর্বর আক্রমণ চালাতে দ্বিধা করেনি। শুধু অসংখ্য গাড়ি কিংবা দলের নেতাকর্মীদেরকে আঘাত করা নয়, তারা দায়িত্বরত গণমাধ্যম সাংবাদিকদের উপরও নৃশংস আঘাত করেছে এবং তাদের যানবাহন ভাংচুর করেছে।
দেশে এখন জবাবদিহিতাহীন নির্মম দুঃশাসন বিরাজমান বলেই সন্ত্রাসীদের বেপরোয়া বিস্তার লাভ ঘটেছে। আজও (মঙ্গলবার) আমার গাড়িবহর ঢাকা যাবার পথে ফেনি শহর অতিক্রম করার সময় পেট্রোল বোমা নিক্ষেপসহ দুুটি গাড়িতে আগুন লাগিয়ে সন্ত্রাসী আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। যা সরকারের বর্বরতম পরিকল্পনারই অংশ।

0 Response to "গাড়িবহরে হামলা আওয়ামী লীগ এখন সন্ত্রাসীদের আখড়া : খালেদা জিয়া"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel