পরিসংখ্যানে বিপিএল


শনিবার মাঠে গড়াচ্ছে চার-ছক্কার জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। রাতের ম্যাচে খেলবে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স।
কেমন ছিল বিপিএলের আগের চার আসর। এক নজরে পরিসংখ্যানে চোখ বোলানো যাক। 
আজ প্রকাশিত হচ্ছে প্রথম পর্ব:
চ্যাম্পিয়ন: বিপিএলে সর্বোচ্চ তিন আসরের শিরোপা পেয়েছে ঢাকা। একবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা।

সেরা অধিনায়ক: ঢাকাকে দুবার এবং কুমিল্লাকে একবার শিরোপা জিতিয়ে নিঃসন্দেহে সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৪৫ ম্যাচে সবচেয়ে বেশি ৩০ জয় মাশরাফির নেতৃত্বেই এসেছে।

সবথেকে বেশি ম্যাচ:
চার আসরে বিপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের ম্যাচ-সংখ্যা ৫১টি করে।

সর্বোচ্চ রান: বিপিএলে সর্বোচ্চ দলীয় রান ২১৭। ঢাকা গ্ল্যাডিয়েটরস ২০১৩ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে করেছিল এ রান। বিপিএলে দুইশর বেশি রান হয়েছে সাত ইনিংসে।

সর্বনিম্ন রান: গত আসরে খুলনা টাইটান্সকে ৪৪ রানে অলআউট করেছিল রংপুর রাইডার্স। বিপিএলে এটাই এক ইনিংসে সর্বনিম্ন রান।

এক ম্যাচে সর্বোচ্চ রান: ২০১৩ সালের আসরে বরিশাল ও রাজশাহীর ম্যাচটি হাই স্কোরিং হয়েছিল। ৪২২ রান হয়েছিল ওই ম্যাচে। ম্যাচটি হয়েছিল চট্টগ্রামে। চারশর বেশি রান হওয়া একমাত্র ম্যাচ সেটিই।

রানের হিসাবে বড় জয়: ২০১৩ সালের আসরে চট্টগ্রাম ১১৯ রানে হারিয়েছিল সিলেট রয়্যালসকে। ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৪ রানে গুটিয়ে যায় রয়্যালস।

উইকেটের হিসাবে বড় জয়: বিপিএলে দশ উইকেটে জয়ের রেকর্ড রয়েছে দুটি। বরিশাল ১৬৬ রানের টার্গেটে হারিয়েছিল সিলেট রয়্যালসকে। এবং চিটাগং ভাইকিংস ১৪০ রান তাড়া করে জিতেছিল সিলেট সুপার স্টার্সের বিপক্ষে।

0 Response to "পরিসংখ্যানে বিপিএল"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel