সুস্বাদু এবং মজাদার নারিকেলের সন্দেশ



নারিকেলের সন্দেশ অনেক মজাদার এবং সুস্বাদু একটি খাবার। আপনি সহজেই অল্প সময়ে ঘরে তৈরি করতে পারেন এই মজাদার নারিকেলের সন্দেশ, যা সব বয়সের মানুষের প্রিয় একটি খাবার।

উপকরণ :
  • নারিকেল ১টি
  • চিনি ১কাপ
  • গুঁড়া দুধ ১কাপ
  • ঘি ১ টেবিল চামচ
  • এলাচি ৩/৪টি।
প্রণালী:

প্রথমে নারিকেল মিহি করে বেটে নিন। পাত্রে ১ টেবিল চামচ ঘি দিন। নারিকেল বাটা ঘি তে ছেড়ে দিন। চিনি ও এলাচি দিয়ে অনবরত নাড়তে থাকুন। চুলার আগুন কমিয়ে করুন। নারিকেল গুলো নাড়তে নাড়তে যখন গুলিয়ে আসবে তখন দুধ মিশিয়ে নিন। এর পর নাড়তে নাড়তে যখন দুধ নারিকেলের সাথে মিশে যাবে তখন নামিয়ে পেলুন। একটু ঠাণ্ডা করে পছন্দ মত ডিজাইন চেপে সন্দেশ তৈরি করুন।

0 Response to "সুস্বাদু এবং মজাদার নারিকেলের সন্দেশ"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel