আজ মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস


সিলেটে বিপিএলের শেষ দিনে আজ মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস।

এর আগে বড় তারকা দিয়ে দল সাজালেও বিপিএলে কোনো শিরোপার দেখা পায়নি চিটাগং ভাইকিংস। এবার স্কোয়াডে তেমন কোনো বড় নাম নেই বন্দর নগরীর দলটির।

আইকন তামিম ইকবালকেও হারিয়েছে তারা। বিপিএলের শুরুটাও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হার দিয়েই করেছে তাসকিন-সৌম্যরা। অন্যদিকে তারকা সমৃদ্ধ রংপুর নিজেদের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে জিতেছে ঘাম ঝরিয়ে।
চিটাগং চ্যালেঞ্জটা তারা কীভাবে নেবে সেটাই এখন মূল আকর্ষণ।

দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে খেলবে খুলনা টাইটান্স।

0 Response to "আজ মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel