বিশ্বজয় করে দেশে ফিরলেন মানুষী


বিশ্ব জয় করে দেশে ফিরলেন মানুষী চিল্লার। শনিবার গভীর রাতে সৌন্দর্য্যে বিশ্বজয়ী হরিয়ানার মানুষীকে স্বাগত জানাতে মুম্বাই বিমানবন্দরে ছিল মানুষের উপচে পড়া ভিড়। রীতিমত রাজকীয় সংবর্ধনা পেলেন এই মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী।

ইতোপূর্বে ভারতীয় সুন্দরীদের মধ্যে মিস ইউনিভার্স খেতাব জিতেছেন সুম্মিতা সেন ও লারা দত্ত। তবে মিস ওয়ার্ল্ড খেতাবধারীর তালিকাটা বেশ দীর্ঘ। ১৯৯৯ ও ২০০০ সালে পরপর দু’বছর এই খেতাব জিতেছিলেন যুক্তা মুখি ও প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘ সতেরো বছর পর ফের মিস ওয়ার্ল্ড শিরোপা ঘরে তুলল ভারত। ২৩ বছর বয়সী মানুষী মেডিকেলের শিক্ষার্থী। তাঁর কীর্তিতে উচ্ছ্বাসিত গোটা দেশ। বিশ্বজয়ের ঠিক এক সপ্তাহ পর দেশে ফিরলেন তিনি।

আগামী ২৮ নভেম্বর হায়দরাবাদে ওয়ার্ল্ড এন্টারপ্রেনিওরশিপ সামিটে যোগ দেবেন মানুষী। ভারত-মার্কিন যৌথ উদ্যোগ আয়োজিত এই অনুষ্ঠানে হাজির থাকবেন মার্কিন প্রেসিডেন্ট কন্যা ইভানকা। অনুষ্ঠানে বিনোদন থেকে কীভাবে দেশের আয় বাড়ানোর যায়, সে বিষয়ে মার্কিন প্রতিনিধিদলকে পরামর্শ দেবেন ভারতের বিনোদন জগতের প্রতিনিধিরা। আগামী ৩০ নভেম্বর নিজের রাজ্য হরিয়ানার কুরুক্ষেত্রে যাবেন তিনি। ১ ডিসেম্বরে হরিয়ানার সোনেপতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মিস ওয়ার্ল্ড শিরোপাধারী এই মডেলের।

0 Response to "বিশ্বজয় করে দেশে ফিরলেন মানুষী"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel