মাঠে নামছে চিটাগং ভাইকিংস, দলে রয়েছেন যারা!
গত ৪ই নভেম্বর থেকে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর বিপিএল পঞ্চম আসরের। ইতোমধ্যেই চারটি ম্যাচ শেষ হয়ে গেছে। তবে এখনো মাঠে নামেনি চিটাগং ভাইকিংস। আগামীকাল(৭ই নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। আর সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
বিপিএলের গত আসরের তুলনায় এ আসরে তুলনামূলক তারুণ্য নির্ভর একটি দল গঠন করেছে চিটাগং ভাইকিংস। দেশি ক্রিকেটারদের মধ্যে রয়েচেহ সৌম্য সরকার,
তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশীষ রায়, আলাউদ্দিন বাবু, ইরফান শুক্কুর, নাঈম হাসান ও ইয়াসির আরাফাত।
অন্যদিকে বিদেশিদের মধ্যে রয়েছে মিসবাহ উল হক, জীবন মেন্ডিস, নজিবুল্লাহ জাদরান ও সিকান্দার রাজার মতো অভিজ্ঞ ক্রিকেটারেরা। তবে দলটির পরামর্শক ও বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুর বিশ্বাস, এই দেশি তরুণদের নিয়েই ভাইকিংসরা এবারের বিপিএলে লড়াকু খেলা উপহার দেবে।
এবারের আসরে চিটাগং ভাইকিংসের আইকন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। সেই সঙ্গে দলটির অধিনায়কত্ব পালন করবেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।
চিটাগং ভাইকিংস স্কোয়াডঃ
দেশি খেলোয়াড়ঃ সৌম্য সরকার (আইকন খেলোয়াড়), আলাউদ্দিন বাবু, আল-আমিন, এনামুল হক বিজয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, ইয়াসির আরাফাত মিশু, সোহরাওয়ার্দী শুভ, সানজামুল ইসলাম, তানভীর হায়দার, নাঈম হাসান।
বিদেশি খেলোয়াড়ঃ মিসবাহ-উল-হক (অধিনায়ক), স্টিয়ান ভ্যান জিল, দিলশান মুনাবিরা, নাজিবুল্লাহ জাদরান, জার্মেইন ব্লাকউড, লুইস রিসি, জীভন মেন্ডিস, সিকান্দার রাজা, লিয়াম ডসন, লুকে রঞ্চি, ইয়াসির আরাফাত।
0 Response to "মাঠে নামছে চিটাগং ভাইকিংস, দলে রয়েছেন যারা!"
Post a Comment