মেয়েকে উদ্ধারে ছুটে গেলেন শাহরুখ


পাপারাজ্জিদের ক্যামেরার আটকে পড়ে শাহরুখকন্যা সুহানা ফোন করে বাবাকে বললেন 'বাবা আমি আটকে পড়েছি। আমাকে তুমি নিয়ে যাও।

' আর মেয়ের এমন ফোন পেয়েই ছুটে গেলেন শাহরুখ। সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরার ফাঁকে সুহানার আটকে পড়ার ঘটনা নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে।
এই ব্যাপারে শাহরুখ খান বলেন, টিউবলাইটের স্পেশাল স্ক্রিনিংয়ের রাতে সুহানা শাহরুখের সঙ্গে যাননি। তিনি বারবার বলা সত্ত্বেও সুহানা নাকি একাই যাবেন বলে জেদ করেন। এরপর সিনেমা শেষের পর হঠাৎ সুহানার ফোন আসে। শাহরুখ বলেন, সুহানা ফোন করে বলে, বাবা আমাকে নিয়ে যাও। আমি আটকে পড়েছি। '

শাহরুখের কথায়, ক্যামেরাম্যানদের সঙ্গে তাঁর সম্পর্ক গত ২৫ বছর ধরে। যখন তাঁদের মুখোমুখি স্টাররা হন, তখন ছবি তোলার জন্য কিছুটা সময় দিতে হয়।

এরপর 'আমি কি যেতে পারি?' বলে সেখান থেকে সরলে কোনো অসুবিধাই হয় না। ক্যামেরার ফ্ল্যাশে যাতে তাঁরা সব সময় থাকেন, তার জন্য এ বিষয়ে আরো একটু সংবেদনশীল হওয়ার পরামর্শই তিনি সন্তানদের দেন বলেও জানান শাহরুখ।

0 Response to "মেয়েকে উদ্ধারে ছুটে গেলেন শাহরুখ"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel