তুষ্টি-ফামি’র বাগদান সম্পন্ন

দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী শামীমা ইসলাম তুষ্টি’র বাগদান সম্পন্ন হলো গত শুক্রবার রাতে। আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ইউপিএস’র ‘হেড অব সেলস’ সাজ্জাদুল ইসলাম ফামি’র সঙ্গে তুষ্টির বাগদান সম্পন্ন হয়েছে। গত ৩ নভেম্বর শুক্রবার রাত ৯.১৮ মিনিটে রাজধানীর বিজয় স্মরনীতে একটি চাইনীজ রেস্টুরেন্টে উভয় পক্ষের আতœী স্বজনের উপস্থিতিতে একেবারেই ঘরোয়া পরিবেশে তুষ্টি ও ফামি’র বাগদান সম্পন্ন হয়। নবাবগঞ্জের মেয়ে তুষ্টি ও নোয়াখালীর ছেলে ফামি’র বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে আগামী বছর এপ্রিলে। ফামি’র সঙ্গে বাগদান প্রসঙ্গে তুষ্টি বলেন,‘ ফামিকে জানি, চিনি আমি বিগত ১৮ বছর ধরে। একজন মানুষ হিসেবে খুব ভালো মনের একজন মানুষ ফামি। আমাকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য ফামি ১৮টা বছর অপেক্ষা করেছে।
তার এই অপেক্ষাকে, আমার প্রতি তার ভালোবাসা, বিশ্বাসকে আমি সবসময়ই শ্রদ্ধার চোখে দেখেছি। আল্লাহর রহমতে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। আমরা দু’জনই সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখে থাকতে পারি।’ ফামি বলেন,‘ তুষ্টি আমার জীবনের অনেক বড় উপহার, আমার জীবনের আশীর্বাদও বটে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ তুষ্টির বাবা মুক্তিযোদ্ধা মহিব উল ইসলাম ইদু ও মা মাকসুদা ইসলাম। তার একমাত্র ভাই ফাল্গুন। এদিকে তুষ্টি অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘টিরিগিরি টক্কা’ নিয়মিত দূরন্ত টিভিতে প্রচার হচ্ছে।
মুক্তির অপেক্ষায় আছে তুষ্টি অভিনীত ‘হাছনরাজা’ চলচ্চিত্রটি। তুষ্টি অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে বেলাল আহমেদ’র ‘নন্দিত নরকে’, শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’ এবং গোলাম রব্বানী বিপ্লবের ‘স্বপ্ন ডানায়’। তুষ্টি এরইমধ্যে শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গড়ে তুলেছেন ‘আমরা মানুষ’ নামের একটি ফাউন্ডেসন। অভিনয় শিল্পী সংঘ’র আইন ও কল্যাণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তুষ্টি।
0 Response to "তুষ্টি-ফামি’র বাগদান সম্পন্ন"
Post a Comment