শাকিব-অপুর সাজানো নাটক!

চিত্রনায়ক শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে এখনো গুঞ্জনের কমতি নেই চলচ্চিত্রপাড়ায়। কেউ কেউ বলেন, শাকিব খান ও অপুর মধ্যে যা কিছু ঘটছে, তা ওদের সাজানো নাটক। নিজেদের আলোচনায় রাখার কৌশল হিসেবে এ দুই তারকা তাদের বনিবনা না হওয়ার নানা গল্প তৈরি করছেন। এদিকে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, শাকিব-অপুর মধ্যে কোনো সমস্যা নেই। তারা পর্দার বাইরে ব্যক্তিজীবন নিয়েও অভিনয় করছেন। তবে যে যাই বলুক, টিভি শোতে অপু বিশ্বাসের কান্না এটা বলে না যে, তিনি অভিনয় করে কাঁদছেন, কিংবা শুটিংয়ের মতো টিভি শোতেও কান্নার জন্য নায়িকা চোখে গ্লিসারিন মেখে এসেছেন। গত ৩ নভেম্বর, শুক্রবার চ্যানেল আইতে প্রচারিত ‘সাময়িকী’ অনুষ্ঠানে ফের নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে কখনো কখনো আবেগাপ্লুত হয়েছেন নায়িকা। এ সময় তিনি কান্না লুকাতে পারেননি। অপুর চোখের জল ফের ছুঁয়ে গেছে দর্শকদের। অনুষ্ঠানে নায়িকা শাকিব ও জয়ের জন্য নিজের ত্যাগের নানা কথা বলেছেন। এ সময় কখনো কখনো হাসতেও দেখা গেছে তাকে। অনুষ্ঠানের উপস্থাপক অপুকে ধর্মান্তরিত হওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, ইসলাম ধর্মের প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে। শাকিব খানকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নতুন নাম নেন ‘অপু ইসলাম খান’। তবে শাকিবের সঙ্গে তার প্রেম, বিয়ে ও সন্তান জন্মের কথা সবাইকে না জানাতে পারাটা তাকে খুব কষ্ট দিতো। ছেলে জয়ের প্রসঙ্গ ধরে আবেগমাখা কণ্ঠে অপু বলেন, ‘জয়কে নিয়ে আমার অনেক স্বপ্ন। ওর জন্মের আগ পর্যন্ত নানা সমস্যার সম্মুখীন হয়েছি। অনেক কষ্টের পর ছেলের জন্ম হয়েছে বলেই ওর নাম রাখা হয়েছে জয়। পুরো নাম আব্রাম খান জয়।’ শাকিবের সঙ্গে তার এখনকার সম্পর্কের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অপু। এরপর নিজেকে সামলে নিয়ে বলেন, ‘শাকিবের সঙ্গে প্রেম, বিয়ে এবং জয়ের জন্মের আগ পর্যন্ত একটা ঘোরের মধ্যে ছিলাম। সবকিছু মিলিয়ে কম ত্যাগ স্বীকার করতে হয়নি আমাকে। বিয়ে কিংবা সন্তান জন্মের কথাও মন খুলে কাউকে বলতে পারিনি। তবে ছেলে জয়কে নিয়ে আমি বেশ ভালো আছি। ষোল কোটি মানুষের ভালোবাসা যেখানে পাচ্ছি, সেখানে একজন মানুষের আমার প্রতি ভালোবাসার কমতি মেনে নিতে এখন আর কষ্ট হয় না।’ শাকিব ছেলের খোঁজখবর নেন কি-না এমন প্রশ্নের জবাবে অনুষ্ঠানে অপু আরও বলেন, ‘ছেলে জয়ের খোঁজ নেয়ার জন্য শাকিব আমার সাথে যোগাযোগ করেন ঠিকই, কিন্তু সেটাও অন্য কারো মাধ্যমে।’ অপু জানিয়েছেন, এতকিছুর পরও তার জীবনটা এখন বেশ সুখের। কারণ তার কাছে সন্তান আছে। শাকিবের জন্য তার দুঃখই হয় উল্লেখ করে অপু বলেন, ‘কাজ শেষে জয়কে বুকে নিয়ে ঘুমানোর সৌভাগ্য আমার হয়। সেদিক থেকে শাকিব সম্পূর্ণ একা। দিনশেষে তার পাশে কেউ থাকে না।’ অবশেষে নায়িকার আশাবাদ, শাকিব একসময় তার ভুল বুঝতে পারবে। তখন ঠিকই অপুর ঘরে ফিরবে, ফিরবে ছেলে জয়ের কাছে। জয় হবে শাকিব-অপুর, এটাই এ দেশের চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা।

0 Response to "শাকিব-অপুর সাজানো নাটক!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel