ত্বক উজ্জ্বল করে শসা


ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহারের কোনও বিকল্প নেই। ত্বকের স্নিগ্ধতা বজায় রাখতে শসা ব্যবহার করতে পারেন নিয়মিত। শসার প্রায় পুরোটাই পানি। এছাড়া ভিটামিন সি ও নানা ধরনের গুণসমৃদ্ধ শসা ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত করে। ডার্ক সার্কেল দূর করার জন্য শসা স্লাইস করে চোখের উপর দিয়ে রাখতে পারেন। অন্যান্য উপাদানের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে। জেনে নিন ত্বকের সৌন্দর্য রক্ষায় শসা কীভাবে ব্যবহার করবেন।

লেবুর রস ও শসা
তিন টেবিল চামচ শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন।
কাচের মুখবন্ধ বয়ামে মিশ্রণটি সংরক্ষণ করুন।
দিনে কয়েকবার এই মিশ্রণ দিয়ে মুখ মুছে নিন।
এটি ত্বক উজ্জ্বল ও কোমল করবে।
গ্রিন টি ও শসা
এক কাপ গরম পানিতে গ্রিন টি মিশিয়ে নিন।
চায়ের লিকার ঠাণ্ডা হলে ১১ টেবিল চামচ লিকারের সঙ্গে ২-৩ টেবিল চামচ শসার রস মিশিয়ে নিন।
একটি স্প্রে বোতলে মিশ্রণটি ঢেলে নিন।
মুখ পরিষ্কার করে এটি ব্যবহার করুন।
অ্যালোভেরা জেল ও শসা
২ টেবিল চামচ শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।
তুলার ছোট টুকড়া মিশ্রণে ডুনিয়ে মুখে লাগান ঘষে ঘষে।
দিনে কয়েকবার ব্যবহার করতে পারেন ত্বকে।
শসা ও ভিটামিন ই
ভিটামিন ই ট্যাবলেট থেকে তেল বের করে নিন।
তেলের সঙ্গে ২ চা চামচ শসার রস মেশান।
খুব ভালো করে ঘষে ঘষে ত্বকে লাগান মিশ্রণটি।
নিয়মিত ব্যবহারে ত্বকে ফিরে আসবে প্রাণ।
গোলাপজল ও শসা
১ টেবিল চামচ শশার রসের সঙ্গে সমপরিমাণ গোলাপজল মিশিয়ে নিন।
একটি স্প্রে বোতলে নিয়ে নিন মিশ্রণটি।
ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে তারপর এটি স্প্রে করুন।
এটি প্রতিদিন ব্যবহার করতে পারেন। ত্বকের বাড়তি তৈলাক্তভাব দূর হবে।
টমেটো ও শসা
১ টেবিল চামচ শসার রসের সঙ্গে ১ চা চামচ টমেটোর রস মেশান হবে।
দিনে অন্তত একবার মুখে এই মিশ্রণ ব্যবহার করুন। ত্বক থাকবে সুস্থ ও সুন্দর।
গ্লিসারিন ও শসা
আধা চা চামচ গ্লিসারিনের সঙ্গে ১ চা চামচ শসার রস মিশিয়ে নিন।
মিশ্রণটি প্রতিদিন ব্যবহার করুন ত্বকে। ত্বক নরম হবে।

0 Response to "ত্বক উজ্জ্বল করে শসা"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel