চুলের বৃদ্ধি বাড়াবে অ্যালোভেরা জেল


চুলের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি চুল পড়া কমানোর পাশাপাশি বাড়ায় চুলের বৃদ্ধি। প্রাকৃতিকভাবে চুল উজ্জ্বল করতেও জুড়ি নেই অ্যালোভেরার। জেনে নিন চুলে কীভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা জেল।
অ্যালোভেরা জেল
ফ্রেশ অ্যালোভেরা জেল সংগ্রহ করুন পাতা থেকে।
জেল সরাসরি চুলের গোড়ায় ম্যাসাজ করুন।
আধা ঘণ্টা অপেক্ষা করুন।
শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

অ্যালোভেরা হেয়ার প্যাক
একটি পাত্রে পরিমাণ মতো অ্যালোভেরা জেল নিন।
কয়েক ফোঁটা রোজমেরি অয়েল মেশান।
চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান।
৩ ঘণ্টা অপেক্ষা করুন। সবচেয়ে ভালো হয় সারারাত রেখে দিলে।
শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

অ্যালোভেরা হেয়ার স্প্রে
একটি স্প্রে বোতলে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন।
আধা কাপ পানি মেশান।
কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে ঝাঁকিয়ে নিন।
চুলে স্প্রে করুন প্রয়োজন মতো।

চুলে অ্যালোভেরা জেল ব্যবহার করবেন কেন?
চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে বুলের বৃদ্ধি দ্রুত করে অ্যালোভেরা জেল।
চুল নরম ও ঝলমলে করে এটি।
মাথার তালুর চুলকানি ও খুশকি দূর করে অ্যালোভেরা জেল।
চুল পড়া কমাতে সাহায্য করে।

0 Response to "চুলের বৃদ্ধি বাড়াবে অ্যালোভেরা জেল"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel