সাবেক প্রেমিকের ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ দীপিকা


শত বিতর্ক সত্ত্বেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে দীপিকার ‘পদ্মাবতী’। ইতিমধ্যেই চার কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছে ছবির ট্রেইলার। সংখ্যাটা ক্রমেই বেড়ে চলেছে। জনপ্রিয়তার শীর্ষে দীপিকার ‘ঘুমর’ গানও। সেই সেলিব্রেশনেই সম্প্রতি শামিল হয়েছিলেন অভিনেত্রী। সেখানেও বিতর্ক তার পিছু ছাড়ল না।

তাতে আবার পরোক্ষে রণবীর কাপুরের নামও জড়িয়ে পড়ল। সৌজন্যে রণবীরের মাসতুতো ভাই আদার জৈন। ঋষি কাপুরের বোন রীমা জৈনের ছোট ছেলে আদার। সম্প্রতি ‘কয়েদি ব্যান্ড’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। ছবি সেভাবে চলেনি তবে বলিউডে আদারের বন্ধু সংখ্যা প্রচুর। এর মধ্যে দীপিকাও পড়েন। পার্টি চলাকালীন বন্ধুদের সঙ্গে পোজ দেন দীপিকা। বেশ হুল্লোড়ের মুডে ছিলেন নায়িকা। সাবেক প্রেমিকের ভাই আদারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন পার্টিতে। একটি ছবিতে দেখা যায় আদার তাকে গালে চুমু খাচ্ছেন। এ ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। নায়িকাকে এমন ছবির জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনেকে। অনেকে আবার অভিযোগ করেছেন, আদারের মাধ্যমেই প্রাক্তন প্রেমিক রণবীরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছেন দীপিকা।

0 Response to "সাবেক প্রেমিকের ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ দীপিকা"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel