ভারত-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারনী ম্যাচ আজ


তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মাঠে নামবে ভারত ও নিউ জিল্যান্ড। সিরিজে ১-১-এ সমতা বিরাজ করায় আজকের ম্যাচটি ফাইনালে পরিণত হয়েছে।
কেরালার ত্রিভান্দামের গ্রিনফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান চ্যানেল।

তবে আজকের এ ম্যাচটি নিয়ে রয়েছে শঙ্কা। ৫৫ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন গ্রিন ফিল্ড স্টেডিয়ামে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো ক্রিকেট ম্যাচ।
এর আগে, প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডকে ৫৩ রানের বড়ো ব্যবধানে হারিয়ে সিরিজে শুভ সূচনা করে ভারত। এ ম্যাচে ২০২ রানের বিশাল স্কোর গড়ে কোহলি বাহিনী। দ্বিতীয় ম্যাচে ভারতকে ৪০ রানে হারিয়ে সমতায় ফেরে নিউ জিল্যান্ড। এ ম্যাচে কলিন মুনরোর সেঞ্চুরির মধ্য দিয়ে ১৯৬ রানের বড়ো স্কোর গড়ে সফরকারীরা।

0 Response to "ভারত-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারনী ম্যাচ আজ"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel