ইতালি জুড়ে শোক!


ইতালি ছাড়া বিশ্বকাপ; মানতেই পারছে না গোটা বিশ্বের কোটি ফুটবলপ্রেমী।
আর যারা স্বয়ং ইতালিয়ান তাদের অবস্থা একবার ভাবুনতো। পুরো দেশটা জুড়েই লজ্জা আর ক্ষোভ। চারবারের বিশ্ব সেরারা গ্রেটেস্ট শো অন আর্থে নাম তুলতে না পারায় শোকেই স্তব্ধ ইতালির জনগন। ইতালির মিডিয়াও সরগরম নিজ দেশের এমন ব্যর্থতাকে কালো দিবস আখ্যা দিতে।
এই রাস্তা হয়তো আজ ফেটে পড়তো ইতালি, ইতালি স্লোগানে। কিন্তু সেখানেই এখন শ্মশান স্তব্ধতা।

নানান শঙ্কা উড়িয়ে শেষ অবধি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে ব্যর্থ আজ্জুরিরা। তাইতো যে ফুটবল খেলাটা ইতালিয়ানদের কাছে ধর্ম, সত্তা সেখানে ব্যার্থ হয়ে তারা নীরব হয়ে গেছেন ক্ষোভে, অভিমানে।

ফুটবল ইতালিয়ানদের কাছে, গ্রিক প্রেমের দেবী আফ্রোদিতির মতই মোহনীয়,সুন্দর। তাইতো দেশটার সর্বোচ্চ বিক্রি হওয়া পত্রিকাগুলোর প্রধাণ খবরসহ বেশিরভাগই থাকে ফুটবল ঘিরে। কিন্তু দুঃস্বপ্নেও যে ভাবেনি তারা প্রিয় দল, প্রিয় তারাকাদের নিয়ে ছাপাতে হবে বা পড়তে হবে এমন খবরও ইতালিবিহীন বিশ্বকাপ!

0 Response to "ইতালি জুড়ে শোক!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel