৮৩ রানে হারলো বাংলাদেশ


৮৩ রানে হারলো বাংলাদেশ
টেস্ট, ওয়ানডের পর টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ; শেষ খেলায় ৮৩ রানে হারলো টাইগাররা।

২২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধস নামে টাইগার শিবিরে। অবশেষে ১৪১ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

ম্যাচের প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। দলীয় ২৩ রানে সাকিব আল হাসানের বলে বোল্ড ওপেনার মোসলে। ৫ম ওভারে সাকিবের স্পিনেই কাটা পড়েছেন ক্যাপ্টেন জেপি ডুমিনি। এবি ডি ভিলিয়ার্সকে ২০ রানে থামান সাইফ উদ্দিন।

তবে দূর্বার গতিতে চলে হাশিম আমলা ও ডেভিড মিলারের ব্যাট। সাইফুদ্দিনের বলে ৮৫ রানে হাশিম আমলা ফিরলেও ১০১ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার। ৩৫ বলে সেঞ্চুরি কোরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন প্রোটিয়া ব্যাটসম্যান মিলার; ক্যারিয়ারে সেরা ইনিংসও তার।

0 Response to "৮৩ রানে হারলো বাংলাদেশ"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel