নেইমার কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকে নির্বাসিত


স্পেন ছেড়ে ফ্রান্সে খেলতে আসার পর প্রথমবার শাস্তি পেলেন নেইমার। মার্সেইয়ের বিরুদ্ধে লাল কার্ড দেখার জেরে এক ম্যাচ নির্বাসিত করা হচ্ছে বিশ্বের সবথেকে দামি ফুটবলারকে, জানিয়েছেন ফরাসি লিগ কর্তৃপক্ষ। অর্থাৎ, শুক্রবার নিসের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারলেন না তিনি। শুধু তাই নয়, এই মরশুমে যদি ফের লাল কার্ড দেখেন তিনি, তাহলে আরও এক ম্যাচ নির্বাসিত হতে হবে।
কোপা আমেরিকায় নেই নেইমার। কলম্বিয়া ম্যাচে মারামারি ও রেফারিকে অপমান করার জন্য ৪ ম্যাচ নির্বাসিত নেইমার। সঙ্গে ১০ হাজার মার্কিন ডলার জরিমানা। নেইমার না থাকায় ভেনেজুয়েলা বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচের আগে চাপে দুঙ্গার ব্রাজিল।
মাঠের বাইরে বিতর্ক বলতে বার্সিলোনার সঙ্গে চুক্তি সংক্রান্ত আইনি জটিলতা। কিন্তু মাঠে বিতর্কে জড়িয়ে পড়ার গুরুতর অভিযোগ নেইমারের বিরুদ্ধে ছিল না কোপা আমেরিকায় ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের আগে অবধি। ম্যাচ শেষে একটা নয়, একেবারে জোড়া বিতর্কে জড়িয়ে পড়লেন ব্রাজিল ফুটবলের বর্তমান সুপারস্টার। যার ফল, কোপা আমেরিকায় নেই নেইমার। ম্যাচ শেষে প্রতিপক্ষের ফুটবলার বেক্কার সঙ্গে ঝামেলা-হাতাহাতির জন্য লালকার্ড দেখেন নেইমার। সেক্ষেত্রে ১ ম্যাচ নির্বাসিত হতেন। কিন্তু রেফারির রিপোর্টে আরও এক অভিযোগ জমা পড়ায়, গুরু দন্ড প্রাপ্তি নেইমারেরে।
৪ ম্যাচ নির্বাসন ও ১০ হাজার ডলার জরিমানা। সিদ্ধান্ত দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন। তবে আপিল করতে পারবেন নেইমার।
প্যারিস সাঁ জাঁ কোচ উনাই এমেরি অবশ্য ঘাবড়াচ্ছেন না। নিস ম্যাচের আগে বলেছেন, ‘‌নেইমার ধীরে ধীরে এই লিগটার সঙ্গে মানিয়ে নিচ্ছে। বিপক্ষ দল, রেফারি সবার সঙ্গেই। কিন্তু ও বুদ্ধিমান। ও জানে রবিবার কী করেছে এবং তা থেকে দ্রুত শিখে নেবে। নেইমারের সঙ্গে আমি কথা বলেছি। এরকম প্ররোচনায় যাতে ও পা না দেয়, সেটা সাবধান করে দিয়েছি। তবে এটা সত্যি, এ ধরনের ম্যাচে উত্তেজনা বশে রাখা কঠিন কাজ।’‌ সেই সঙ্গেই জুড়ে দিয়েছেন, ‘‌রেফারিদেরও উচিত ম্যাচগুলো আরও ভালভাবে পরিচালনা করা, যাতে এরকম ঘটনা এড়ানো যায়।’‌‌‌

0 Response to "নেইমার কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকে নির্বাসিত"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel