মানহানি মামলায় জিতেছেন ক্যারিবিয়ান ক্রিকেট সেনসেশন ক্রিস গেইল


২০১৫ সালের বিশ্বকাপে সিডনির ড্রেসিং রুমে ম্যাসাজ থেরাপি নেওয়ার সময় গেইলের বিরুদ্ধে অশালীন আচরনের অভিযোগ তোলেন এক নারী থেরাপিস্ট।
এরপর ক্রিস গেইলকে নিয়ে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমে শুরু হয় তোলপাড়। এ খবর প্রকাশের পর বিব্রতবোধ করায় নিউ সাউথ ওয়েলসের সুপ্রিম কোর্টে মানহানির মামলা করেন গেইল।
অবশেষে মানহানি মামলায় জয় পেয়েছেন এই ক্যারিবীয় তারকা।

0 Response to "মানহানি মামলায় জিতেছেন ক্যারিবিয়ান ক্রিকেট সেনসেশন ক্রিস গেইল"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel